বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে ক্যানসারের প্রবণতা। কিছুদিন পর এই রোগ মহামারির আকার ধারণ করবে। নতুন ধরনের ক্যানসার ধীরে ধীরে বাড়ছে। ভারতে দেখা মিলছে ত্বক, মাথা এবং ঘাড়ের ক্যানসার।
কেন এই ধরনের ক্যানসার ধীরে ধীরে বাড়ছে? এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছে অ্যাপেলো ক্যানসার সেন্টার। বিশেষজ্ঞদের মতে মাথা এবং ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবং ভারতীয়দের মধ্যে দিনদিন বাড়ছে ধূমপান, গুটকা এবং মদ্যপানের অভ্যাস।
উপসর্গ কী?
মাথা এবং ঘাড়ের ক্যানসারের প্রাথমিক লক্ষণ গুলি হল- মুখে ঘা, রক্তপাত, দাঁত সংক্রান্ত সমস্যা, ওজন কমে যাওয়া। এই লক্ষণ গুলি দেখা দিলে চিকিৎসকের কাছে দ্রুত পরামর্শ নেওয়া উচিত।