উত্তরবঙ্গের গন্ডারের জন্য এক অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা করছে বন দফতর। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন দফতরের কর্তারা। উত্তরবঙ্গে গন্ডারের সংখ্যা আগের চেয়ে বাড়লেও, কমে গিয়েছে এই প্রজাতির জিনের গুণমান, স্ত্রী-পুরুষের অনুপাত বলে তাঁদের বক্তব্য, । যা রীতিমতো চিন্তার বিষয়।একই মত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার শিক্ষকেরাও। এই সমস্যার সমাধানে আপাতত এক জোড়া করে স্ত্রী গন্ডার জলদাপাড়া ও গরুমারার মধ্যে বদলি করা হবে।
বন দফতর সূত্রে খবর, জলদাপাড়া এবং গরুমারার মধ্যে যে নিবিড় যোগাযোগ ছিল, তা অনেক জায়গায় বনের জমি দখল করে অবৈধ বসতি এবং রাস্তাঘাট হওয়ার কারণে নষ্ট হয়েছে বলে অভিযোগ। তাই প্রজননের ক্ষেত্রে নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে আটকে পড়তে বাধ্য হচ্ছে উত্তরের গন্ডার।ফলে, এই অঞ্চলের গন্ডারের জিনের বৈচিত্রকরণ ঘটছে না। রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমাগত নষ্ট হচ্ছে এই সব গন্ডারের। জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যের মধ্যে মোড়াঘাট, আঙরাভাসা, নাথুয়া এবং দলগাঁও এলাকায় বসতি এবং রাস্তা দুই বনের যোগাযোগ ছিন্ন করেছে বলে সূত্রের খবর।
আগে অসমের কাজিরাঙা থেকে জলপাইগুড়ি পর্যন্ত জঙ্গলপথে আগে গন্ডারের অবাধ যাতায়াত ছিল। কিন্তু এখন তা বন্ধ। জলদাপাড়ায় রয়েছে ৩০০টি গন্ডার। গরুমারায় ৬০টি। একটি সমীক্ষা করে বন দফতর দেখেছে, দু’টি অভয়ারণ্যেই গন্ডারের পুরুষ-স্ত্রীর অনুপাত ১:১-এ। অথচ বন্যপ্রাণ সংরক্ষণের প্রথম তফসিলে থাকা গন্ডারের ক্ষেত্রে ১:৩ অনুপাত জরুরি। উত্তরবঙ্গের মুখ্য বনপাল বন্যপ্রাণ রাজেন্দ্র জাখর বলেন, ‘‘আগামী কয়েক মাসে দুই অভয়ারণ্য থেকে স্ত্রী গন্ডারের বদলি প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখছি।’’ বন্যপ্রাণ নিয়ে কর্মরত সংস্থা ‘স্ন্যাপ’-এর কর্ণধার কৌস্তুভ চৌধুরী বলেন, ‘‘প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি। তাই যত দ্রুত করা যায়, ততই ভাল।’’