সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শিরোনামে রয়েছেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার জানা যাচ্ছে, ঘটনার দিন তিনি একাধিক ফোন করেছিলেন। সন্দীপের পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও একাধিকজনকে ফোন করেছিলেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই সন্দীপের কল লিস্ট এসেছে। সেই লিস্ট খতিয়ে দেখেই এই বিষয়ে জানা গিয়েছে। এদিকে আরজি কর হাসপাতালে যেদিন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেদিন হাসপাতাল থেকে নির্যাতিতার মা-বাবাকে অন্তত বার তিনেক ফোন করা হয়েছিল।
প্রত্যেকবার ভিন্ন ভিন্ন কারণে তাঁদের হাসপাতালে আসতে বলা হয়। কার নির্দেশ সেই ফোনগুলি করা হয়েছিল, সিবিআই গোয়েন্দারা সেটাও খতিয়ে দেখছেন। কেন্দ্রীয় এজেন্সি আগেই দাবি করেছিল, টালা থানায় বসেই এই ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল।