বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই দুর্নীতির মাস্টারমাইন্ড।
এবার আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে এমনটাই দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর তৎকালীন ওএসডি তথা অফিসার অন স্পেশ্যাল ডিউটি। যদিও এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী আদালতে দাবি করেছিলেন, মন্ত্রী হিসেবে পার্থ কিছুই জানতেন না। তাঁকে এড়িয়ে স্কুল সার্ভিস কমিশন সবকিছু করেছে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন গোপন জবানবন্দি দেন পার্থর তৎকালীন অফিসার অন স্পেশ্যাল ডিউটি। তিনি দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই সেই সময় ওএমআর শিটের নথি নষ্ট করা হয়েছিল। এই জবানবন্দির ফলে পার্থর চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।