পুজো মিটলেই সবাই লক্ষী ভান্ডারের টাকা পাবে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষীর ভাণ্ডার অন্যতম। এবার একুশের মঞ্চেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ উঠে এল তৃণমূল সুপ্রিমোর মুখে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, যারা যারা লক্ষীর ভাণ্ডারের আবেদন করেছেন, কিন্তু টাকা পাননি, তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক। পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন। মমতার এক ঘোষণায় কপাল থেকে চিন্তার ভাঁজ মুছেছে মা-বোনেদের।

এদিন মমতা বলেন, ‘ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে।