স্বস্তি দিয়েও আবার কিছুটা বাড়লেও সংক্রমণের সংখ্যা

একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। গতকালই দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় পতন ঘটেছিল। কিন্তু ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা যে একেবারেই সহজ নয়, তা-ই ফের স্পষ্ট হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন। দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮১৭। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জন। নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ফলে ফিকে হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬৪-তে। সুস্থতার হার আরও খানিকটা বেড়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯ শতাংশ।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই মডার্না টিকার জরুরি ব্যবহারে মিলেছে ছাড়পত্র। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউকে রুখে দিতে ১৮ বছরের কম বয়সিদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায়, তার জন্য জোরকদমে চলছে ট্রায়াল। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩৩ কোটি ২৮ লক্ষের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *