গতকাল আলবিদা জানিয়েছিলেন রাজনীতিকে। ঘোষণা করেছিলেন তিনি নিজেই। বিগত কিছুদিন ধরেই চলছিল দ্বন্দ্ব, সাথে রাজনৈতিক টানাপোড়েন। অবশেষে আজ শনিবার সন্ধেয় প্রকাশ্যে এলো সমস্ত ঘটনা। তবে ‘তিন-চারদিন ধরে অনেক ভেবে’ সাংসদপদ ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সোমবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই তিনি জানালেন নিজেই। দলীয় শীর্ষ নেতৃত্ব এবং আসানসোলের মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন বাবুল। তবে রাজনৈতিক কোনও অনুষ্ঠানে বা দলীয় কর্মসূচিতে তিনি থাকবেন না। দিল্লির বাংলো, সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তা তিনি ছেড়ে দিচ্ছেন বাবুল।
শনিবার ফেসবুক পোস্ট করে বিজেপি তথা রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন বাবুল। তার পর থেকেই জলঘোলা শুরু হয়। রাতেই তাঁকে ফোন করেন জেপি নাড্ডা। সূত্রের খবর, সাংসদ পদ ও দল থেকে ইস্তফা দিতে নিষেধ করেন তিনি। এর পর সোমবার নাড্ডার বাড়িতে বৈঠকে ডাকা হয় তাঁকে। বেশকিছুক্ষণ আলোচনা হয় দুজনের মধ্যে। তার পর নিজের সিদ্ধান্তের কথা জানান বাবুল। তবে তিনি কেন রাজনীতি ছাড়ার নির্ণয় নিলেন, সেটা নিয়ে এখনও খোলসা করে কিছু বলেন নি। তিনি শুধু জানিয়েছেন আগামী দিনে সব বোঝা যাবে।