ভারতের বৃহত্তম বিনিয়োগ উপদেষ্টা ইটি মনি

সম্প্রতি প্রকাশিত “ইন্ডিয়া ইনভেস্টমেন্ট পার্সোনালিটি রিপোর্ট ২০২২” দেখা গিয়েছে যে ইটি মনি বিনিয়োগকারীদের মনকে ডিকোড করতে পারে। যা ইটি মনিকে বিনিয়োগকারীর বিনিয়োগের আচরণ সম্পর্কে বুঝতে সাহায্য করে। উল্লেখ্য, ইটি মনি হল ভারতের বৃহত্তম মিউচুয়াল ফান্ড অ্যাপ এবং দ্রুত বর্ধনশীল বিনিয়োগ উপদেষ্টা। যা ঝুঁকি সহনশীলতা, ক্ষতি বিমুখতা, আর্থিক অবস্থা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এই  চারটি মূল প্যারামিটারের উপর একজন বিনিয়োগকারীর মানসিকতার মূল্যায়ন করে। পার্সোনালিটি রিপোর্ট ২০২২- অনুযায়ী অ্যাভারেজ ভারতীয়দের রিস্ক টলারেন্স রেঞ্জ হল ৫২ থেকে ৮১-এর মধ্যে। এছাড়া যে সব বিনিয়োগকারী ঝুঁকি নিতে পচ্ছন্দ করেন তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই ইক্যুইটিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছেন। যা নির্দেশ করে যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা উপেক্ষা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী ভারতীয় বিনিয়োগকারীদের অধিকাংশই কৌশলী (৩৫%) বিনিয়োগকারী। যাঁরা গণনাকৃত ঝুঁকি নিতে ইচ্ছুক। এর পরে রয়েছে এক্সপ্লোরার (৩১%)। এরা স্মার্ট বিনিয়োগকারী। কারণ এরা  সময় বুঝে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করেন। আর বিশ্লেষক, গবেষক এবং পর্যবেক্ষকের ভিত্তিতে তৈরি হয় দেশের অবশিষ্ট ৩৪% বিনিয়োগকারী।

 ইটি মনির প্রতিষ্ঠাতা এবং সিইও মুকেশকালরা বলেন, ইটি মনি বিনিয়োগকারীদের  বিনিয়োগের উদ্দেশ্যগুলি বুঝে অপ্টিমাইজ পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *