ঘোষিত হলো ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ঘোষিত হলো নির্বাচনের দিনক্ষণ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায়। পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড এবং মেঘালয়ে হবে বিধানসভা নির্বাচন। তিন রাজ্যের ভোটের ফলপ্রকাশ হবে একই দিনে, আগামী ২ মার্চ। ভোটের আগে একাধিক রাজনৈতিক ঘটনায় সরগরম ত্রিপুরা৷

২০২৩-এর বিধানসভা ভোটের আগে ত্রিপুরা মন্ত্রিসভায় ভাঙনের ইঙ্গিত। তিপ্রামথা দলে যোগ দিতে চলেছেন ত্রিপুরার মৎস্য ও সমবায় দফতরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। তিপ্রামথা দলের প্রধান প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মনকে চিঠি লিখে আলোচনায় বসার জন্য স্থান ও সময় নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন রিয়াং। তিনি বর্তমানে আইপিএফটি দলের সভাপতি৷ তাঁর দল বদলের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাপা উত্তেজনা৷

এদিকে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরাতন আগরতলা ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে রীতিমতো বোমা ফাটালেন বিজেপির বিক্ষুব্ধ নেতা কৃষ্ণকমল লস্কর। নাম না করে পুরাতন আগরতলা খয়েরপুরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিকে, ত্রিপুরা বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, ত্রিপুরার মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ত্রিপুরার আটটি জেলায় শুরু হয়েছে পুলিশের ফ্ল্যাগ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *