‘এক নঈ মুসকান’ – হিমালয়া’র ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ

বিশ্বের বৃহত্তম ক্লেফট-সংক্রান্ত এনজিও স্মাইল ট্রেনের সঙ্গে যুগ্মভাবে ভারতের অন্যতম অগ্রণী ওয়েলনেস ব্র্যান্ড হিমালয়া ওয়েলনেস কোম্পানি তাদের ‘এক নঈ মুসকান’-এর সপ্তম পর্ব শুরু করল।

এবছর বেঙ্গালুরুতে ‘এক নঈ মুসকান’ লঞ্চ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল ক্লেফটযুক্ত শিশুরাও যাতে সানন্দে সুস্থ জীবনযাপন করতে পারে সেব্যাপারে সমাজ-সচেতনতা বৃদ্ধি করা। হিমালয়া ও স্মাইল ট্রেন জনমানসে সচেতনতা গড়ার জন্য একযোগে কাজ করে চলেছে, কিন্তু দুঃখজনকভাবে বহু মানুষের মধ্যে ক্লেফট বিষয়ে সচেতনতার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে।

 এই উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ক্লেফট-সার্জারি ও চিকিৎসার ব্যাপারে সহায়তা প্রদান করা হয়ে থাকে। ২০১৬ সাল থেকে হিমালয়া ও স্মাইল ট্রেন ‘হাসির আনন্দ’ ছড়িয়ে দেওয়ার কাজে ব্রতী রয়েছে। এপর্যন্ত তারা প্রায় ১১০০ ক্লেফট-বিমোচন সার্জারির ব্যবস্থা করেছে এবং শিশুদের মুখে হাসি ফিরিয়ে দিতে সহযোগিতা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *