বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
এবার শোনা যাচ্ছে, শীঘ্রই মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন নেতা শিব গোপাল মিশ্র এমনটাই দাবি করেছেন। রিপোর্ট বলছে, আগামী সেপ্টেম্বর মাস নাগাদ অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে।
যদি সত্যি এমনটা হয় তাহলে এদেশের অগুনতি সরকারি কর্মীর মুখে হাসি ফুটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রিপোর্ট অনুসারে, এই অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগেই মোদী সরকারের কাছে নতুন বেতন কমিশন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল।