নিখোঁজ হল আঠেরোজন মৎসজীবী, বাড়ছে আশঙ্কা

চলতি সপ্তাহের শুরু থেকেই জারি হয়েছিল সতর্কতা নিমচাপ নিয়ে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বলা হয়েছিল আবহাওয়া আরও খারাপ হতে পারে। শেষ কিছু দিন ধরে আবহাওয়া এমনিতেই ঠিক যাচ্ছে না। তারই মধ্যে বঙ্গোপসাগরে গিয়েছিল একটি ট্রলার।

ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কাকদ্বীপ-নামখানা এলাকার কয়েকজন মৎসজীবী। তারাই এখন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে যে ট্রলারডুবি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে খবর মিলেছে, ইলিশ ধরতে শুক্রবার বঙ্গোপসাগরে গিয়েছিল এই ট্রলারটি। তাতে ১৮ জন মৎসজীবী ছিল। সকলে কাকদ্বীপ-নামখানা এলাকার। ফেরার সময়ের পর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

আশঙ্কা করা হচ্ছে, সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত কেঁদো দ্বীপের কাছে ট্রলারটি ডুবে গিয়েছে। গত ১৬ আগস্ট তারা মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় তাদের সতর্কবার্তা দেওয়া হয় এবং ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। এই বার্তা পেয়ে ফেরার সময়ই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছে, ১৭ তারিখের মধ্যেই তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেন সেই নির্দেশ না মেনে দেরি করল তা কেউই আন্দাজ করতে পারছে না। এদিকে একই সময় ওই দ্বীপের কাছে আরও কয়েকটি ট্রলার আশ্রয় নিয়েছিল। সেই কর্মীরাই এখন এই নিখোঁজ মৎসজীবীদের খোঁজ চালাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *