চলতি বছর পুজোর পর থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা মহামারি। আর এই দীর্ঘ সময় ধরেই বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি পরিস্থিতি কিছুটা শিথিল হলে দেশের বাকি কিছু রাজ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনরকম উদ্যোগ নেয়নি পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু অন্যদিকে কবে খুলবে? কবে ফের স্কুল মুখো হবে পড়ুয়ারা? এই প্রশ্ন প্রত্যেকের মনেই। এবার এবিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে কোভিড পরিস্থিতি এবং অন্ন্যানো অনেক পরিস্থিতি নিয়ে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানালেন, পুজোর পর থেকেই স্কুল-কলেজ খোলার চিন্তা-ভাবনা করা হচ্ছে। পুজোর ছুটির পর স্কুল খোলার বিষয়ে ভাবনাচিন্তা আছে। বিকল্প দিনে স্কুল চলবে। একদিন অন্তর একদিন স্কুল খোলার ব্যবস্থা কর হবে। যদিও সেই সময়কার করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্দিষ্ট তারিখ তিনি উল্লেখ করেননি। এদিন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য এখন যেভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা নেওয়া হয়েছে। ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে সকলকে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *