আজই অপার নামে চার্জশিট পেশ ইডি-র

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা।

এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, ইডি-র চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ-আরও কয়েক জনের৷

ইডি সূত্রে জানা গিয়েছে, আজই এসএসসি মামলায় চার্জশিট জমা দেওয়া হবে৷ এটাই ইডি-র প্রথম চার্জশিট৷ পার্থ-অর্পিতার পাশাপাশি একাধিক সংস্থার নাম উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে৷ এই সকল কোম্পানিগুলির মাধ্যমেই শিক্ষক নিয়োগের কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি৷

গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি৷ এই তদন্তের শিকড়ে পৌঁছতে পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই৷ প্রেসিডেন্সি জেল থেকে তাঁর ঠাঁই হয়েছে নিজাম প্যালেস৷

সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জেরা করা হচ্ছে প্রাক্তন মন্ত্রীকেও৷ অফিসাররা জানাচ্ছেন, বারবার তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিন মূর্তি৷ এরই মধ্যে ইডি-র চার্জশিটে পার্থ-অর্পিতার নাম আলাদা মাত্রা যোগ করল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *