অপার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা।

এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা৷ মিলেছে ৫.০৮ কোটির সোনা৷ এছাড়াও বেনামে ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ ও অর্পিতার৷

অর্থাৎ সব মিলিয়ে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল এনফোর্সমেন্ট ডেরেক্টরেট (ইডি)৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করছে ইডি৷ সেই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের৷ পাশাপাশি চার্জশিটে এই অগাধ সম্পত্তির খতিয়ান উল্লেখ করা হয়েছে।

গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, ২৩ তারিখ তাঁকে গ্রেফতার করা হয়৷ তদন্ত যত এগিয়েছে, ততই মিলেছে একের পর এক সম্পত্তির হদিশ৷ শান্তিনিকেতনে খোঁজ মিলছে ‘অপা’ নামক একটি বাড়ির৷ যার মালিক অর্পিত৷ হদিশ মিলেছে অর্পিতার একাধিক জীবনবীমার৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রতিটি জীবন বিমার নথিতেই নমিনি হিসাবে উল্লেখ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *