রাজ্যের বহু প্রভাবশালীর বিদেশ ভ্রমণের তালিকা প্রকাশ করলো ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার দাবি, বাংলা থেকে মাত্র এক বছরে ২২ বার পর্যন্ত বিদেশে গিয়েছেন রাজ্যের একাধিক প্রভাবশালী!

যার মধ্যে বার পনেরো শুধুমাত্র দুবাইয়ে! দুবাইয়ের পাশাপাশি বারংবার যাওয়া গন্তব্যের তালিকায় রয়েছে তাইল্যান্ড, লন্ডনও। ইডির দাবি, একাধিকবার বিদেশযাত্রার টিকিট কাটা হয়েছিল মূলত মধ্য কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমেই। ইতিমধ্যেই ওই সংস্থার অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। সংস্থাটির দুই মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল দিল্লিতে।

কারা রয়েছেন এই প্রভাবশালীদের তালিকায়? এখনও সরাসরি স্পষ্ট করে এই প্রভাবশালীদের নাম সামনে আনেনি ইডি। তবে কিছুটা জানিয়ে ইডির দাবি, তালিকায় রয়েছে এক সাংসদ, তার হিসাবরক্ষক ও তাদের দু’জনের পরিবারের সদস্যেরা। এবার তদন্তে ফের কোন নয়া মোড় আসে, কয়লা পাচারের জটলাই বা কতটা কাটে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *