‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেলায় জেলায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বুধবার তারা হানা দিল শান্তিনিকেতনে৷ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও  অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামি সম্পত্তি নিয়ে তথ্যতালাশ করতেই এই অভিযান।

মঙ্গলবার রাতেই ইডির প্রতিনিধি দল শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছেন। সেখানে রতন কুটির গেস্ট হাউজ রয়েছেন তাঁরা৷ সকালে পৌঁছয় আরও একটি দল৷ সূত্রের খবর, শান্তিনিকেতনে নামে-বেনামে পার্থ-অর্পিতার যে বাড়িগুলি রয়েছে, সেগুলিতে তল্লাশি চলবে৷ 

পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করে ইডি৷ তার মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে৷ বুধবার শান্তিনিকেতনের ‘অপা’-সহ তাদের নজরে থাকা বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাবেন ইডি-র অফিসাররা।

বোলপুর জুড়ে পার্থ-অর্পিতার একাধিক ফ্ল্যাট, বাগানবাড়ি, গেস্ট হাউজ রয়েছে বলে জানতে পেরেছে ইডি৷ ইতিমধ্যে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে তদন্তকারী অফিসাররা। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *