কারণে সংক্রমণকে রুখতে রোধে নতুন হাতিয়ার সাপের বিষ

করোনা সংক্রমণ রুখতে একের পর পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা। এরইমাঝে এলো নতুন এক তথ্য। করোনা সংক্রমণ রোধে এবার অস্ত্র হতে পারে সাপের বিষ। বাঁদরের দেহে করোনা ভাইরাসের জনন রুখে দিল এক বিশেষ প্রজাতির সাপের বিষে থাকা একটি উপাদান। এই দাবি করলেন ব্রাজিলের কয়েকজন গবেষক। বিষে বিষে বিষক্ষয়! তবে কি এবার নির্মুল হতে পারে করোনা সংক্রমণ?

দীর্ঘদিন ধরেই সাপের বিষ নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে পৃথিবী জুড়ে। একদিকে তা যেমন প্রাণঘাতী, আবার জানা গেছে জটিল রোগের নিরাময়ও সম্ভব হতে পারে এই বিষ থেকেই। এই ভাবনা থেকেই গবেষণা শুরু করেছিলেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক। তাঁদের গবেষণার উপাদান ছিল ব্রাজিলেরই একটি বিশেষ প্রজাতির সাপ।

ব্রাজিল এবং দক্ষিণ আমেরিকার অরণ্যে দেখা মেলে তার। দৈর্ঘ্যে অন্তত ৬ ফুট। মারাত্মক বিষধর এই সাপের নাম জারারাকুস্‌সু পিট ভাইপার। করোনার বিরুদ্ধে এই সাপের বিষকে কাজে লাগানো যায় কি না, তা পরীক্ষা করার জন্য বেছে নেওয়া হয় বাঁদরের কোশ। গবেষকরা পরীক্ষা করে দেখেন, করোনা ভাইরাসের জননকে অন্তত ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে সাপের বিষে থাকা ওই উপাদানটি। বলতে পারেন, এক বিষের প্রভাবেই বিষ হারিয়ে ঢোঁড়া হয়ে পড়ছে ভাইরাসটি। গবেষণার জল এখনও গড়াবে অনেক দূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *