ফটোশ্যুটের কারণে হাইকোর্টে মামলা দায়ের হলো অভিনেতা রণবীরের বিরুদ্ধে

তার সাজসজ্জার জন্য এমনিতেই বিতর্কের শিরোনামে থাকেন অভিনেতা। এবার বিতর্কের জের পৌছালো মামলা অবধি। এই মুহূর্তে তাঁকে নিয়ে কার্যত চর্চা হচ্ছে গোটা দেশে। এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং।

ইতিমধ্যেই এই ইস্যুতে মামলা দায়ের হয়েছে একাধিক জায়গায়। শেষে কলকাতা হাইকোর্টেও এই ফটোশ্যুট নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন।

দাবি ছিল, রণবীরের নগ্ন ছবি যাতে এ রাজ্যে না ছড়াতে পারে তার প্রেক্ষিতে পদক্ষেপ নিতে হবে। এই মামলার শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর। তবে এখনই বড় একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আদালত নগ্ন ফটোশ্যুট মামলায় অভিনেতা রণবীর সিং এবং যে ম্যাগাজিনের হয়ে অভিনেতা ফটোশ্যুট করেছিলেন তাকে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এর আগে মুম্বইবাসী একজন আইনজীবী রণবীরের এই নগ্ন ফটোশ্যুট নিয়ে তাঁর বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন। রণবীরে বিরুদ্ধে মুম্বই-ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থাও চেম্বুর থানায় অভিযোগ করে।

এবার পশ্চিমবঙ্গে তথা কলকাতাতেও অস্বস্তিতে পড়লেন বলিউডের এই অভিনেতা। এদিকে রণবীর-ভক্তরা এই রূপে প্রিয় অভিনেতাকে দেখে উচ্ছ্বসিত হলেও কার্যত দ্বিবিভক্ত সোশ্যাল মিডিয়া। এক দল তাঁর ‘সাহসী’ পদক্ষেপের প্রশংসা করলেও, অন্য দলের প্রশ্ন, ‘হঠাৎ কেন এমন করলেন রণবীর?’ অনেকেই বলছেন, হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *