আগামী ডিসেম্বর – জানুয়ারিতে একাধিকবার ব্যাঙ্ক ধর্মঘটের কথা ঘোষণা করা হয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে। যেভাবে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে, তা কার্যত নজিরবিহীন। কারণ, আগামী মাস থেকেই সর্বভারতীয় স্তরে বিভিন্ন ব্যাঙ্কে আলাদা আলাদা দিনে ধর্মঘট ঘোষণা করা হয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় শ্রম কমিশনারের অফিসে ধর্মঘটীদের সঙ্গে আলোচনায় বসবে ব্যাঙ্কগুলি। তাতে কোন সমাধান না মিললে ধর্মঘটে অটল থাকবেন আন্দোলনকারীরা। ফলে গ্রাহকদের চরম ভোগান্তির আশঙ্কা।
আগামী ৬ জানুয়ারি অর্থাৎ শনিবার বাংলায় সর্বস্তরে ব্যাঙ্ক ধর্মঘট হবে। ফলে সেই সপ্তাহে পরপর দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর এই সর্বভারতীয় ধর্মঘটের মধ্যে দিয়ে এই আন্দোলন শেষ করা হবে ১৯ এবং ২০ জানুয়ারি। ফলে টানা তিন দিন ৭২ ঘণ্টা বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।
তার উপর আগামী বছর জানুয়ারিতে ধর্মঘটের কারণে কোনও শনিবারই ব্যাঙ্ক খোলা থাকবে না। অর্থাৎ, নতুন বছরের শুরুতে মাত্র পাঁচদিন প্রতি সপ্তাহে ব্যাঙ্কে গিয়ে লেনদেন করা যাবে। যারা দেশের বৃহত্তম কর্মী সংগঠন তাঁদের তরফেই এই ধর্মঘট ডাকা হয়েছে। তাই এই ধর্মঘটের প্রভাব বিশেষ ভাবে পড়বে বলেই মনে করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে।