ডিএসএফ ও বিবিএফএস পার্টনারশিপ

ড্রিম স্পোর্টস ফাউন্ডেশন (ডিএসএফ) লঞ্চ্‌ করল ‘ডেয়ার টু ড্রিম’ ইনিশিয়েটিভ। বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলস (বিবিএফএস) রেসিডেন্সিয়াল অ্যাকাডেমির সহযোগিতায় এই উদ্যোগের লক্ষ্য হল ছয়জন প্রতিভাসম্পন্ন তরুণ ফুটবলারকে সাহায্য করা। বিবিএফএস-এর সহযোগী সংস্থা ইন্ডিয়ান ফুটবল ফাউন্ডেশনের নেতৃত্ত্বে ১২ থেকে ১৭ বছর বয়সী এই ফুটবলাররা এসেছেন মণিপুর, মেঘালয় ও উত্তরাখন্ড থেকে। এই উদ্যোগের আওতায় ডিএসএফ তাদের প্রশিক্ষণ ছাড়াও আগামী একবছর ধরে শিক্ষা, পরিচর্যা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়তা প্রদান করবে।

কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এনসিআর ও কেরালায় বিবিএফএস রেসিডেন্সিয়াল অ্যাকাডেমির চারটি ক্যাম্পাস রয়েছে। এগুলির উদ্দেশ্য হল শিক্ষার্থীদের পেশাদার ফুটবল খেলোয়াড় হয়ে গড়ে উঠতে সাহায্য করা। সম্প্রতি, ইম্ফলের ছয় জন সম্ভাবনাযুক্ত মহিলা বক্সারকে প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তা জোগাতে ড্রিম স্পোর্টস ফাউন্ডেশন হাত মিলিয়েছে মেরি কম রিজিয়োনাল বক্সিং ফাউন্ডেশনের সঙ্গে। ‘ব্যাক অন ট্র্যাক’ প্রোগ্রামের আওতায় কোভিড-১৯ অতিমারি চলাকালীন ডিএসএফ খেলার জগতের প্রায় ৪৫০০ জনকে সাহায্য করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *