বিশ্বের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ এক বা একাধিক অ্যালার্জির সমস্যায় ভুগছেন, আর অ্যালার্জি নিয়ে জীবনযাপন করা খুবই কষ্টকর। খাদ্য, ত্বক ও শ্বাসজনিত অ্যালার্জির জন্য নানারকম বাধানিষেধ মেনে চলতে হয়, আর সেইজন্য স্বাভাবিকভাবে থাকা সহজ হয় না কারও পক্ষে।
অ্যালার্জির চিকিৎসায় হোমিয়োপ্যাথির কার্যকারিতা প্রমাণিত, একথা জানিয়ে পদ্মশ্রী প্রাপক ও ডাঃ বাত্রা’স হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ডাঃ মুকেশ বাত্রা বলেন, ৩৫ বছরের বেশি সময় ধরে তারা স্বাভাবিক পদ্ধতিতে অ্যালার্জির চিকিৎসা করে আসছেন। হোমিয়োপ্যাথি যে প্রকৃতই কার্যকর তার প্রমাণ ৬৫,০০০ সুস্থ রোগী। ভাল ফলের জন্য তাদের অ্যালার্জি স্পেশালিস্ট টিম চিকিৎসার একটি সুসংহত পদ্ধতি অবলম্বন করে চলেছে, যা রোগীদের দ্রুত ও বেদনাহীনভাবে এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন উপায়ে অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি দেয়। অ্যালার্জির চিকিৎসায় আধুনিক বিজ্ঞানসম্মত অ্যালারগন কার্যকর বলে জানান তিনি।
৩ সেপ্টেম্বর থেকে রোগীরা সঠিক ও বিজ্ঞানসম্মতভাবে ৪৫টিরও বেশি খাদ্যভিত্তিক অ্যালারজেন নির্ণয় করানোর সুযোগ পাচ্ছেন এক সহজ ‘সিঙ্গল প্রিক টেস্ট’-এর মাধ্যমে। ডাঃ বাত্রা’স অ্যালারগনের লঞ্চ্ উপলক্ষে ১৫ শতাংশ প্রারম্ভিক ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে রোগীদের জন্য।