অসুস্থতার কারণে কার্নিভালে অংশগ্রহণ করবেন না ডোনা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের পাশাপাশি এর প্রকোপে নাস্তানাবুদ বাংলাও। এই পরিস্থিতিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।

তবে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। যদিও শনিবারের পুজো কার্নিভালে তাঁর থাকা হচ্ছে না। চিকিৎসকের পরামর্শ, এখন কোনও জমায়েতে তিনি যেতে পারবেন না, বিশ্রাম দরকার। সেই পরামর্শ মেনেই কার্নিভালে যাচ্ছেন না সৌরভ জায়া।

বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সর্দি ও গলা ব্যথা৷ শরীরে ব়্যাশও দেখা যাচ্ছিল৷ চিকিৎসকের পরামর্শ নেয় গঙ্গোপাধ্যায় পরিবার। পরীক্ষা করলে জানা যায় বিসিসিআই সভাপতির স্ত্রী চিকুনগুনিয়ায় আক্রান্ত৷ এখন হাসপাতালে থেকে ছাড়া পেলেও তাঁকে চিকিৎসক দু’সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে। তবে পুজোর কার্নিভ্যালে অংশ নেবে তাঁর নাচের স্কুলের প্রায় ৩০০ ছাত্রছাত্রী।

উৎসবের মরশুমে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। পুজোর মধ্যে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ডেঙ্গির বাড়বাড়ন্ত হয়েছে কিছুটা। এখনও যে আশঙ্কা কিছু কম তা নয়। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *