কেরলে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

নতুন করে চিন্তা বাড়ছে দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে। গতকালের পর আবার বৃদ্ধি পেলো করোনা সংক্রমণের সংখ্যা। সঙ্গে বাড়লো মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। ফলে তৃতীয় ঢেউ আসন্ন বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক জেলায় সংক্রমণ বৃদ্ধিতে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিয়েছে ICMR।

তৃতীয় ঢেউ রুখে দিতে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। সেই লক্ষ্যেই আরও এক সাফল্য মিলল মঙ্গলবার। একদিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লক্ষ মানুষ। সংক্রমণ একদিন কমলে পরমুহূর্তেই যেভাবে বাড়ছে, তাতে টিকাকরণই একমাত্র হাতিয়ার। করোনায় চেন ব্রেক করতে টিকাকরণই একমাত্র হাতিয়ার বলে মনে করছে চিকিৎসকমহল।

মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ১৮১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৪৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন। করোনা খানিকটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দক্ষিণের রাজ্য কেরলে। করোনা বিপদ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় মঙ্গলবারে বাড়ল সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৬ জন। চিন্তা বাড়াচ্ছে গত ১ দিনে মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪০ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী ৮,৮১৫ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *