চলতি বছরেও বাঁকযাত্রায় বাধসাধছে করোনা

চলতি বছরেও রক্ষে নেই করোনার প্রকোপ থেকে। বাধসাধছে একের পর এক ধর্মীয় পুজায়। এই করোনা অতিমারীর আবহে চলতি বছরেও কোপ পড়ল তারকেশ্বরের শ্রাবণী মেলার বাঁকযাত্রায়। কাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে। তবে পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মন্দির। কিন্তু করোনা অতিমারীর আবহে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। প্রতি বছরের মতো এবার কাঁধে বাঁকে করে জল নিয়ে আসা যাবে না মন্দিরে। এছাড়া করোনা বিধিও জারি থাকছে পুণ্যার্থীদের জন্য। করোনা অতিমারীর জন্য গত বছরও বন্ধ ছিল শ্রাবণী মেলার জলযাত্রা। মন্দিরও বন্ধ রাখা হয়েছিল।

আগে সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকত মন্দির। এবার সময় বাড়িয়ে ভোর ৫.৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে মন্দির। একসঙ্গে ২০০ জনের বেশি পুণ্যার্থী ঢুকতে পারবেন না মন্দিরের ভিতরে। গর্ভগৃহ বন্ধই থাকছে। সমস্ত কোভিড বিধি মানতে হবে ভক্তদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *