আবারও দুর্যোগের পূর্বাভাস এলো বাংলায়

আবারও দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। অতি বৃষ্টির সাথে শুক্রবার ভরা কোটালের সতর্কতা। নদী ও সমুদ্রে বাড়তে পারে জলস্তর। দ্বিগুনের থেকেও বেশি হতে পারে এই জলস্তর। যশ বা ইয়াসের থেকেও ভয়াবহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাগরে। নবান্ন থেকে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, পরিস্থিতি মোকাবিলায় যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভরা কোটালের ব্যাপারে সতর্ক করা হয়েছে জেলাগুলিকে। ইতিমধ্যেই বহু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যেখানে বেশি বৃষ্টি হচ্ছে, সেখানকার জেলা শাসকদের সতর্ক করা হয়েছে। এদিকে ইয়াসের দাপটে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি সামলে ওঠা যায়নি এখনও। এবার তার সঙ্গেই যুক্ত হচ্ছে ভরা কোটালের আতঙ্ক। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে বাংলা। দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম ভিজবে বর্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *