পুন্ডিবাড়িতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ ও চায় পে চর্চা কর্মসূচি পালন করলেন। বৃহস্পতিবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় তিনি প্রাত ভ্রমণ করেন পাশাপাশি চায় পে চর্চা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন তিনি। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চায়ে পে চর্চা কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চান না কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হোক। তাই বারংবার কখনো নিরাপত্তা তুলে নেওয়া কিংবা অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে এবার বিমান পরিষেবা চালু হয়েছে বলেও তিনি জানান। শুধু তাই নয় শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা নিয়েও তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। জানা গেছে এদিন কোচবিহারে তার একাধিক কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচি গুলিতে তিনি যোগদান করবেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন বলে জানা গেছে।