বন্ধন ব্যাঙ্কের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ 

সফলতার সঙ্গে সাত বছর পূর্ণ হল বন্ধন ব্যাঙ্কের। এই উপলক্ষ্যে, গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার জন্য ব্যাঙ্ক ‘নিও+ ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট’ নামে একটি নতুন অ্যাকাউন্ট চালু করেছে। এই অ্যাকাউন্টটি একটি ভিডিও কেওয়াইসি মডিউল।

এটি একটি সম্পূর্ণ কাগজ বিহীন প্রক্রিয়া। গ্রাহকরা যাতে খুব সহজেই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারেন সেজন্য বন্ধন ব্যাঙ্ক এমবন্ধন মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাঙ্কিং-এর তাৎক্ষণিক অ্যাক্সেস সরবরাহ করেছে। উল্লেখ্য, সপ্তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডঃ প্রণব সেন।

তিনি “বিল্ড ব্যাক বেটার – দ্য রোল অফ ফিনান্স” বিষয়ে বার্ষিকী বক্তৃতা দেন।বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, এমডি এন্ড সিইওচন্দ্র শেখর ঘোষ বলেন, গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মচারী এবং  স্টেকহোল্ডারদের  সহযোগিতায় আজ সফলতার সঙ্গে সাত বছর পূর্ণ করতে পেরে আমরা গর্বিত। অন্তর্ভুক্তিমূলক ব্যাঙ্কিংয়ের জন্য সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ বন্ধন ব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *