শিলিগুড়ি: একই শহরের, তিন বাজারে, সবজির দামের হেরফের

শিলিগুড়ি: বেড়েই চলেছে সবজির দাম। কিন্তু একই শহরের বিভিন্ন বাজারে একই সবজির ভিন্ন দাম কেন? কি কারনে সবজি বাজারের এই হাল! তা নিয়ে ব্যবসায়ীদের কাছে আপাতত কোন নির্দিষ্ট উত্তর নেই।

যেমন ধরা যাক, সুভাষপল্লী বাজারে ঢেঁড়শের দাম ৫০ টাকা/ কেজি। কিন্তু ঝংকার মোড়ের বাজারে ওই ঢেঁড়শের দামই ২০ টাকা/ কেজি। এবং ক্ষুদিরাম পল্লী বাজারে ৬০ টাকা/কেজি। ফলে প্রতিনিয়ত সবজি ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের ঝামেলা লেগেই চলেছে। সুভাষপল্লী এক সবজি ব্যবসায়ী সুকুমার সরকার এর বক্তব্য, “একটা সবজি ১০ টাকায় কিনলে সেটি ১৫-২০ টাকায় বিক্রি করতে হচ্ছে ।” ক্ষুদিরাম পল্লীর এক সবজি ব্যাবসায়ী বলেন, ” “লকডাউনের কারণে গাড়ি কম রয়েছে,তাই আমদানি কম হচ্ছে, ফলে দাম বেড়ে যাচ্ছে সবজির।” সুভাষপল্লী বাজারের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ” সবজির দাম কোথাও না বাড়লেও শিলিগুড়িতে বেড়েই চলেছে এবং বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যে যার মতন মুনাফা লুটছে।”

ক্ষুদিরাম পল্লীর বাজারে প্রতি কেজিতে গাজর-৭০ টাকা, বিনস-৮০ টাকা, আদা- ৮০ টাকা, পেঁপে-৪০ টাকা, সজনে – ৪০ টাকা এবং মটরশুঁটি- ১২০ টাকা। একদিনের মধ্যে তা বেড়ে ৮০, ১০০,১০০,৬০,১৫০ এবং ১২০ টাকা হয়ে যায়। পটলের দাম ২৪ ঘণ্টার মধ্যে ৩৫ টাকা থেকে ৫০ টাকা প্রতি কেজি হয়ে যায়। আবার ঝংকার মোড়ের বাজারে সেই পটলই ৪০ টাকা কেজি বিক্রি হয়। আর ঐদিনই সুভাষপল্লী বাজারে ৪৫ টাকায় পটল বিক্রি হয়। দিন দিন সমস্যা বেড়ে যাওয়ায় ঐদিন জেলাশাসক জানান, ” বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *