বিনামূল্যে ঔষধ: ধানি অ্যাপের উদ্যোগ

৯০ কোটি টাকা মূল্যের ২৫ লক্ষ কোভিড কেয়ার হেলথ কিট বিনামূল্যে বিতরণ শুরু করেছে ধানি অ্যাপ। এর ফলে ৫০ লক্ষ মানুষ উপকৃত হবেন। প্রত্যেক কোভিড কেয়ার হেলথ কিটে থাকবে ২ জনের জন্য প্রিভেন্টিভ মেডিসিন। প্রসঙ্গত ধানি অ্যাপ হল ইন্ডিয়াবুলসের হেলথকেয়ার বিজনেস সংক্রান্ত ডিজিটাল অ্যাপ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সুপারিশকৃত সামগ্রী-সহ এই কিট কোভিড-১৯’এর প্রাথমিক প্রতিরোধক হিসেবে কাজে আসবে। কিটে থাকছে এক মাসের ঔষধ, যা ইমিউনিটি বৃদ্ধি করবে, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি৩, জিংক ও প্যারাসিটামল (যদি জ্বর বা গাত্রদাহ থাকে)। বিনামূল্যে এই কিট পাওয়ার জন্য ধানি অ্যাপ খুলতে হবে অথবা ‘ফার্মাসি-ডট-ধানি-ডট-কম’ লগ-ইন করতে হবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ধানি আপকে সাথ’। এছাড়াও, যেকোনও সময়ে ফ্রি কনসাল্টেশনের জন্য ধানির চিকিৎসকদলের সঙ্গে ভিডিয়ো কলিং ব্যবস্থায় পরামর্শ নেওয়া যাবে ধানি অ্যাপের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *