ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার জন্য ভক্তদের ভীড় লোকাল ট্রেনে

চলছে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকসমাগম হয়েছে। যার জেরে লোকাল ট্রেনে বাঁদরঝোলা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হলদিবাড়ি- নিউ জলপাইগুড়িগামী ট্রেনে। সোমবার সকাল থেকে দেখা গেল ভক্তদের ভীড় লোকাল ট্রেনে। সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা।সকাল থেকে সুন্দর মিলে যায় লোকাল ট্রেনের টাইমিংও। গতকাল শিলিগুড়ি,এনজেপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় অংশই গিয়েছিলেন হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায়।

সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি গামী লোকাল ট্রেনে৷ আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। ঠেলেঠুলে কোনরকমে ট্রেনে ওঠা, ভেতরে বসার জায়গা আগে থেকেই ভক্তদের দখলে। অগত্যা দাঁড়িয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন তারা।নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিবছর একই অবস্থা হয়। রেল দপ্তর জানে সমস্যার কথা। অতিরিক্ত কামরার ব্যবস্থা করলেই হয়রানির শিকার হতে হয় না।

এ বিষয়ে শিলিগুড়ির এক যাত্রী জানান, “আমার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, সেই মত ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু ভিড় এর কারণে ট্রেনে উঠতে পারলাম না, এক দুজন বাদে rpf এর কাউকে দেখা যায়নি। অপর দিকে শিলিগুড়ির এক ছাত্র জানায় আমি শিলিগুড়িতে পড়াশোনা করি। আজকে ভিড় এর কারণে ট্রেন পেলাম না । বহু কম্পার্টমেন্ট এর দরজা বন্ধ ছিল,বারংবার চেষ্টার পরেও ট্রেনের দরজা খোলা সম্ভব হয়নি, আজ খুব সমস্যা হলো। RPFএর ভূমিকা তেমন ভাবে চোখে পরে নেই।