ডেটলের ‘রিচ ইচ চাইল্ড’ প্রোগ্রাম

রেকিট ও প্ল্যান ইন্ডিয়া দেশের মা ও শিশুদের স্বাস্থ্যের মান বাড়াতে পুষ্টির জোগান দিয়ে চলেছে। ‘ডেটল বনেগা স্বস্থ ইন্ডিয়া’র পুষ্টিদায়ক উদ্যোগ ‘রিচ ইচ চাইল্ড’ কর্মসূচির সফল দুই বছর পর সমাজে তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। অমরাবতী ও নান্দুরবার জেলায় এই কর্মসূচির ফলে অপুষ্টিতে শিশুমৃত্যুর হার শূণ্যতে নেমে এসেছে। একইসঙ্গে হাজার হাজার মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ৫ বছরের নীচের অসংখ্য শিশুর পাশে দাঁড়াতে একটানা চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য একদল ফ্রন্টলাইন ওয়ার্কার সৃষ্টি করা হয়েছে, যার নাম ‘কমিউনিটি নিউট্রিশন ওয়ার্কার্স’।

২০২১ সালে শুরু হওয়া ‘রিচ ইচ চাইল্ড’ উদ্যোগের তৃতীয় পর্যায়ের মাধ্যমে প্রথম ১০০০ দিনে মা ও শিশুদের সহায়তা জোগানো হয়েছে। এই উদ্যোগের কারণে বিগত দুই বছরে অমরাবতী ও নান্দুরবার জেলায় বহু পরিবারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ‘রিচ ইচ চাইল্ড’ কর্মসূচির মাধ্যমে অমরাবতী ও নান্দুরবার জেলায় অপুষ্টির কারণে মৃত্যুশূন্য গ্রামগুলির সব জেলা পরিষদ কার্যালয়ে ‘তখতি’ স্থাপন করা হবে।

ভারত সরকারের ‘ন্যাশনাল হেলথ মিশন’-এর সঙ্গে সঙ্গতি রেখে অপুষ্টিরোধ ও ইউএন-এর ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাই ২০৩০’ অর্জন করতে রেকিট তার সহযোগী প্ল্যান ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে ‘রিচ ইচ চাইল্ড’ কর্মসূচি নিয়ে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *