পাঁচ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করে ডেটল ইন্টেন্স কুল সোপ

ডেটল ইনটেন্স কুল সোপ – ভারতের অগ্রণী জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটলের ডেটল ইনটেন্স কুল সোপের নতুন শুরু হল। ডেটল ইনটেন্স কুল সোপ ৫ ডিগ্রি অবধি ঠান্ডা করার আশ্বাস দেয়। সেইসঙ্গে দুর্গন্ধ থেকে রক্ষা করে ও ত্বককে তরতাজা রাখে।

আইএমএ দ্বারা সুপারিশকৃত ডেটল ইনটেন্স কুল সোপ পাওয়া যাচ্ছে প্রোমোশনাল অফারে (৩টি কিনলে ১টি ফ্রি)। ৭৫গ্রাম ও ১২৫গ্রাম সাইজের ৪টি সাবানের প্যাকের দাম যথাক্রমে ১৩৫ টাকা ও ২২৫ টাকা। ডেটল ইনটেন্স কুল সোপে জার্ম প্রোটেকশনের পাশাপাশি রয়েছে মেন্থলের মতো কুলিং এজেন্ট, যা বরফের মতো ঠান্ডা স্নানের অভিজ্ঞতা দেয় এবং শরীরে রেখে যায় তাজা সুগন্ধ।

এই সাবানে প্রাকৃতিক উপাদানের সঙ্গে রয়েছে গ্লিসারিন, ফলে ত্বক যেমন ময়েশ্চারাইজড ও হেলদি থাকে, তেমনই ৯৯.৯% দুর্গন্ধ সৃষ্টিকারী জার্ম দূর হয়। যার ফলে স্নানের পর শরীরে শীতল অনুভূতি ছাড়াও পরিচ্ছন্নতা ও সতেজতা অনুভব করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *