স্বাস্থ্য-সচেতনতায় ‘ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র পডকাস্ট

ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে উপলক্ষে বিশ্বের অগ্রণী ‘কনজিউমার হেলথ অ্যান্ড হাইজিন কোম্পানি’ রেকিট তাদের  ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র (ডেটল বিএসআই) অধীনে লঞ্চ করল ভারতের প্রথম জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত পডকাস্ট ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া – স্বাস্থ্য মন্ত্র’। এই পডকাস্টের লক্ষ্য হল ভাল স্বাস্থ্যবিধির গুরুত্ব প্রচার করা। ইংরেজি ও হিন্দিতে পডকাস্টটি পাওয়া যাবে বিভিন্ন প্লাটফর্মে, যেমন স্পটিফাই, অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট ও ইউটিউব।

ডেটল বিএসআই স্কুল হাইজিন কারিকুলামের অঙ্গ হিসেবে এর সঙ্গে থাকছে ইংরেজি ও হিন্দিতে ছোটোদের জন্য ৩-খন্ডের হাইজিন ডিআইওয়াই ওয়ার্কবুক (hygiene DIY workbook)।ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে’র থিম ‘অ্যাক্সিলারেট অ্যাকশন টুগেদার। সেভ লাইভস – ক্লিন ইয়োর হ্যান্ডস’-এর (Accelerate action together. Save Lives – Clean Your Hands) সঙ্গে সঙ্গতি রেখে ডেটল বিএসআই গ্রাহকদের জানাচ্ছে ‘পরিচ্ছন্ন ভারতই হতে পারে সুস্থ ভারত’ (Swachh India can be a Swasth India)।

পডকাস্টের মাধ্যমে তুলে ধরা হচ্ছে হাত ধোওয়ার মতো পরিচ্ছন্ন ও ভাল স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব। তথ্যবহুল ৩-খন্ডের ডিআইওয়াই ওয়ার্কবুকটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে ছোটোরা ‘পার্সোনাল হাইজিন’ বজায় রাখতে উদ্বুদ্ধ হতে পারে। তিনটি ওয়ার্কবুক সমাপ্তির পর তাদের হাইজিন চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ও একটি ব্যাজ দেওয়া হবে।ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে উপলক্ষে পডকাস্টটি লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিকেটার সুরেশ রাইনা।  ওই অনুষ্ঠানে ৩-খন্ডের ডিআইওয়াই ওয়ার্কবুকটি উপস্থিত শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *