সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে। জুনিয়র চিকিৎসকদের সিংহভাগ দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান মমতা। তা সত্ত্বেও এখনও কর্মবিরতি ওঠেনি।
ফের নবান্নে যাচ্ছেন আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তারদের কথায়, তাঁরা কাজে ফিরতে ভয় পাচ্ছেন। প্রতিবাদকারীরা বলেন, আমরা চাই প্রত্যেকটি মেডিক্যাল কলেজে শৌচালয়, বিশ্রামকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা, প্যানিক বাটন বসানো হোক।
সেই সঙ্গেই হাসপাতালের পুলিশ ফাঁড়িতে মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হোক। এর পাশাপাশি দুর্নীতি নির্মূল এবং টাস্ক ফোর্স গঠনের কথাও তাঁরা বলেছেন। জুনিয়র চিকিৎসকরা চান, কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা তৈরি হোক। কোন হাসপাতালে কতগুলি বেড ফাঁকা রয়েছে, সেটা যেন রোগীরা জানতে পারেন। তাঁরা বলেন, হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজাতে হবে।