করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ধীরে ধীরে করোনার জায়গা নিচ্ছে ডেঙ্গি। কলকাতা শহরে ভয়ানক রূপ ইতিমধ্যেই নিয়ে নিয়েছে এই মশা বাহিত রোগ। সম্প্রতি যে তথ্য সামনে এসেছে তা বিরাট মাত্রায় চিন্তা বাড়িয়ে দিচ্ছে। কারণ জানা গিয়েছে, কলকাতা শহরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। আরও স্পষ্ট করে বললে, দক্ষিণ কলকাতার ডেঙ্গি চিত্র ভয়ঙ্কর।
শেষ এক সপ্তাহের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, ডেঙ্গি আক্রান্তের ১৪ শতাংশ উত্তর কলকাতা থেকে। বাকি প্রায় ৮৬ শতাংশের বেশি দক্ষিণ কলকাতার ঘটনা। গত ৭ দিনে কলকাতায় ৫৯৬ জনের নাম ডেঙ্গি আক্রান্তের তালিকায় সরকারি ভাবে নথিভুক্ত হয়েছে। বলাই যায়, এটা নিশ্চিত সংখ্যা নয়। আগেই অনুমান করা হয়েছিল ডেঙ্গি আক্রান্তের নিরিখে ২০১৯ সালকেও ছাপিয়ে যাবে ২০২২ সালের বাংলা। কার্যত তাইই হয়েছে।
রাজ্যের অধিকাংশ জেলাতেই মশাবাহিত এই রোগের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। ফলে চিন্তা ক্রমশ বাড়ছে। এদিকে এই সময়টাই জ্বর এবং সর্দি-কাশি হওয়ার। আর নির্দিষ্টভাবে এই বিষয়টিকেই ভয় পাচ্ছেন চিকিৎসকরা। কারণ, সাধারণ ভাইরাসঘটিত উপসর্গের মধ্যেই মিশে থাকছে ডেঙ্গির উপসর্গ। যা চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। এমনও হচ্ছে যে, ডেঙ্গি হলেও তা সহজে বোঝা যাচ্ছে না। অর্থাৎ উপসর্গহীন ডেঙ্গির দেখা মিলছে।