বাস্তুচ্যুত না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

বাঁধের বাসিন্দাদের উচ্ছেদ না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালেও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও UCRC কোচবিহার লোকাল কমিটি এবং নাগরিক অধিকার রক্ষা কমিটির সদস্যরা।

এদিন একটি মিছিল কোচবিহার আমতলা মোড় থেকে একটি মিছিল সেচ দপ্তরে যায় অপর দিকে ছাট গুড়িয়াহাটি থেকে একটি বিক্ষোভ মিছিল জেলাশাসক দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায়।

পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন ও ucrc কোচবিহার লোকাল কমিটির অন্যতম সদস্য মহানন্দ সাহা জানান, বাঁধের পাড়ে বাসিন্দাদের যদি উচ্ছেদ করে এই সরকার এই সেচ দপ্তর তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো। অপরদিকে নাগরিক রক্ষা কমিটির সদস্যদের দাবি তাদের এখানেই থাকার অনুমতি সরকারকে দিতে হবে।