মহারাষ্ট্রের পুণে ও গুজরাটের গান্ধিনগরে সরকার-প্রদত্ত ৫জি স্পেক্ট্রামে ৫জি-ভিত্তিক টেকনোলজি সলিউশনসের রেঞ্জ প্রদর্শন করল অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড। ভোডাফোন আইডিয়া লিমিটেডের এমডি ও সিইও রভিন্দর টক্কর এপ্রসঙ্গে বলেন, ৫জি ট্রায়াল চলাকালীন পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস মোবাইল কমিউনিকেশন টেকনোলজির পথে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভি।
এই ৫জি ট্রায়াল জানাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনার এক নতুন জগতের দ্বার খুলে যাচ্ছে ও ভারত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন যুগে পদক্ষেপ করতে চলেছে।
ভি ৫জি ট্রায়াল চালাচ্ছে সংশ্লিষ্ট বাণিজ্যিক উদ্যোগ ও গ্রাহকদের জন্য – এক উন্নত ভবিষ্যতের জন্য।
৫জি ট্রায়ালের জন্য ভি দেশের দুইটি স্থানে বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডারের সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে, যেমন এলঅ্যান্ডটি স্মার্ট ওয়ার্ল্ড অ্যান্ড কমিউনিকেশন, অ্যাথোনেট, টেকনোলজি লিডার নোকিয়া ও এরিকসন এবং বিভিন্ন ভারতীয় স্টার্ট-আপ, যেমন ভিজবী অ্যান্ড টুইক ল্যাবস।