নয়া দাবি বিজেপি সাংসদের

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার এই ঘটনার পর পাকিস্তানকে আরো কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। হামলার ঘটনার পরপরই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ‘সিন্ধু জল চুক্তি’ স্থগিত করা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত।

আর এবার বাংলাদেশের সঙ্গেও একই পথে এগোনোর দাবি রাখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বাংলাদেশও যদি সন্ত্রাসে মদত যোগানো বন্ধ না করে তাহলে একই ভাবে জল সরবরাহ বন্ধ করার দাবি তুলেছেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ।

তাই এবার বাংলাদেশের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের দাবি জানান তিনি। বিজেপি সাংসদের কথায়, ১৯৯৬ সালে গঙ্গা জল বন্টন চুক্তি কংগ্রেস সরকারের ঐতিহাসিক ভুল। এই চুক্তি করে বড় বিপদ ডেকে এনেছিল কংগ্রেস। আজকের দিনে বাংলাদেশের মাটিতে যখন জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে, তখন এইসব বিষধর সাপদের আর জল সরবরাহ করা যায় না।