মেনকার রক্ষাকবচ খারিজের দাবি ইডির তরফে

এবার আর্জি খারিজের আবেদন ইডির তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর ফের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হল ইডি। তাঁর রক্ষাকবচ খারিজের দাবি করা হয়েছে। আদালতে ইডির বক্তব্য, তাদের সমনের ভিত্তিতে মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে।

আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, মেনকার রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ায় সেই আবেদন খারিজ করতে পারবে সিঙ্গেল বেঞ্চ। তাই নতুন করে আবেদন জানাল ইডি। আসলে ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক শ্যালিকা। সমনকে চ্যালেঞ্জ করে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা করেন তিনি। সেই মামলাতে বিচারপতি রায় দিয়েছিলেন, মেনকার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। তাঁকে জেরা করতে হবে কলকাতাতেই।

এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের সেই সময় নির্দেশ ছিল, সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচের মেয়াদ ফুরোলে আবার ইডি সিঙ্গল বেঞ্চে আবেদন করতে পারবে। বিদেশ যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে ‘আটক’ করা হয়েছিল। বিমানবন্দরে এসে তাঁর হাতে তিন পাতার একটি সমন ধরান ইডি আধিকারিকরা৷ ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতের কোনও নির্দেশ ছাড়াই মেনকাকে কেন বিমানবন্দরে আটকানো হয়, এই প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *