সম্প্রতি মুর্শিদাবাদের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি থেকে ধুলিয়ান, একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছিল হিংসা। তবে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ এবং রাজ্য পুলিশ প্রশাসনের সহযোগিতায় থিতিয়ে গিয়েছে উত্তেজনা।
কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির জেরে কার্যত মাথায় হাত দিয়ে বসেছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন তাঁরা। অনেকেই অভিযোগ করেছিলেন, সর্বস্ব লুট করে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাঁদের।
ঘর, দোকান সারাইয়ের জন্য ইতিমধ্যেই প্রশাসন থেকে টিন, লোহার রড, পাইপ থেকে ১০ বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে। অনেকে সারাইয়ের কাজ শুরু করেছেন বটে, তবে অধিকাংশেরই বক্তব্য, এটা যথেষ্ট নয়। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আর্জি, অন্যান্য অঘটনের সময় যেভাবে ক্ষয়ক্ষতির নিরিখে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, এবারেও তেমনটাই করা হোক।