ব্যাঙ্গালোর-ভিত্তিক স্পটন লজিস্টিক্স-কে (Spoton Logistics) অধিগ্রহণ করল ভারতের অগ্রণী এন্ড-টু-এন্ড লজিস্টিক্স ও সাপ্লাই চেইন সার্ভিসেস কোম্পানি ডেলহিভারি (Delhivery)। ডেলহিভারির বর্তমান বি-টু-বি (B2B) ক্যাপাবিলিটি আরও মজবুত হল এই অধিগ্রহণের ফলে।
সামারা ক্যাপিটাল ও এক্সপোটেনশিয়া একযোগে আইইপি’র কাছ থেকে স্পটন অধিগ্রহণ করেছিল ২০১৮ সালে। এবার এই লেনদেনের ফলে তারা নগদ অর্থের বিনিময়ে এথেকে বেরিয়ে এলো। স্পটন হস্তান্তরের ক্ষেত্রে ডেলহিভারির ফিনান্সিয়াল অ্যাডভাইসরের ভূমিকায় ছিল কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি ও লিগ্যাল অ্যাডভাইসর হিসেবে ছিল অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কোং।