জয়লাভ করল দেবাশিস কুমার

আজ কলকাতা পুরসভা ভোটের ফল প্রকাশের দিন৷ শুরু থেকেই লিড নিয়েছিলেন৷ ১০ হাজার ভোটে জয়ী হলেন ৮৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। সব মিলিয়ে মোট ৪টি ওয়ার্ডের দখল নিল তৃণমূল কংগ্রেস৷ এখনও খাতা খুলতে পারেনি বিরোধীরা৷ ৩টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি৷ তাদের ছাপিয়ে ৪টি আসনে এগিয়ে বামেরা৷ কংগ্রেস এগিয়ে দুটিতে এবং দুটি আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী৷ 

একুশের বিধানসভা ভোটে প্রথমবার রাসবিহারী কেন্দ্র থেকে জিতে বিধানসভায় যান দেবাশিস কুমার৷ তিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ৷ পাশাপাশি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও তিনি। বিধানসভার পর পুরসভা ভোটেও জয়ের ধারা বজায় রাখলেন দেবাশিস কুমার৷ 

৮৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিতলেন দেবাশিস কুমার। ৯ হাজার ৮৩৬টি ভোটের ব্যবধানে জয়া হয়েছেন তিনি। এদিন জয়লাভের পর সাক্ষাৎকারে দেবাশিস কুমার বলেন, ” আমার নেত্রীকে কথা দিয়েছিলাম আমরা জিতব। মানুষ আমাদের বিশ্বাস করেছে এটাই আমার ভাল লাগছে। ৮৬ এবং ৮৭ ওয়ার্ডেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরাই জয়ী হয়েছে। ৬৮ এবং ৭০ ওয়ার্ডে এখনও এগিয়ে আছে আমাদের প্রার্থীরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *