গত শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ড নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল সহ দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও বিহার সহ ভারতের বহু জায়গা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।তবে ভারতে এখনও পর্যন্ত সেরকম হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই কারণে রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ।এখনও পর্যন্ত নেপালে ১২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত মানুষদের হাসপাতালে ভরতি করা হয়েছে, আপাতত তাঁদের চিকিৎসা চলছে।তবে নেপালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
এই কম্পনের উৎসস্থল কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে অবস্থিত ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এছাড়াও, গত এক মাসের মধ্যে নেপালে মোট তিনটি জোরালো ভূমিকম্প হয়েছে।