বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তুরস্ক নিয়ে শোক প্রকাশ নমোর

বাড়ছে আতঙ্ক, তার সাথে পাশাপাশি বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তীব্র কম্পন অনুভূত হয় দক্ষিণ তুরস্কে৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮।

১৯৯৯ সালের পর এত প্রবল ভূকম্প দেখেনি তুরস্ক। ভূমিকম্পের জেরে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ধূলিস্মাৎ হয়ে গিয়েছে৷  ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ এখনও পর্যন্ত ৪২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷

গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প হয়েছে। আপনারা সকলে শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই বিপজ্জনক পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *