কোম্পানির সিরিজ ই ফান্ড সংগ্রহের প্রথম পর্বে ১৬৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে সোশ্যাল ই-কমার্স স্টার্ট-আপ ডিলশেয়ার। এক ঘোষণায় এই খবর জানানোর পাশাপাশি ডিলশেয়ার অভিনন্দন জানিয়েছে ড্রাগনিয়ার ইনভেস্টমেন্টস গ্রুপ, কোরা ক্যাপিটাল ও ইউনিলিভার ভেঞ্চার্স-সহ বর্তমান বিনিয়োগকারী টাইগার গ্লোবাল ও আলফা ওয়েভ গ্লোবাল (ফ্যালকন এজ)-কে।
সদ্যসমাপ্ত রাউন্ডে সংগৃহিত অর্থ প্রযুক্তি এবং ডেটা সায়েন্সে বিনিয়োগের পাশাপাশি এর লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের দশগুণ সম্প্রসারণ এবং ভৌগলিক পরিধি বাড়ানোর কাজে ব্যবহার করা হবে। এছাড়া, ডিলশেয়ার একটি বিশাল অফলাইন স্টোর ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক স্থাপন করবে। ডিলশেয়ার উচ্চ-মানের, হ্রাস-মূল্যের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে এবং একটি গ্যামিফায়েড, ফান-ফিলড ও ভাইরালিটি-ড্রিভন শপিং এক্সপিরিয়েন্স প্রদান করে, যা প্রথমবারের ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা সহজতর করে। ২০১৮ সালে ডিলশেয়ার প্রতিষ্ঠা করেছিলেন বিনীত রাও, সৌর্য্যেন্দু মেদ্দা, শঙ্কর বোরা ও রজত শিখর। এই কোম্পানি ১০টি রাজ্যে ১০০টিরও বেশি ওয়্যারহাউস পরিচালনা করে। ডিলশেয়ারের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে – বর্তমানের ২ মিলিয়ন বর্গফুট থেকে আগামী ১২ মাসে ২০ মিলিয়ন বর্গফুট পর্যন্ত ওয়্যারহাউসিং সম্প্রসারণ করা।
ডিলশেয়ার হল ভারতের অন্যতম দ্রুত-বর্ধনশীল ই-কমার্স কোম্পানি। একথা উল্লেখ করে ডিলশেয়ার-এর ফাউন্ডার ও সিইও বিনীত রাও বলেন, কোম্পানির আয় ও গ্রাহক-ভিত্তি বিগত একবছরে লাভের উন্নতির সঙ্গে ১৩ গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ১০ মিলিয়ন গ্রাহক-ভিত্তি সহ ডিলশেয়ারের উপস্থিতি ১০টি রাজ্যের শতাধিক শহরে প্রসারিত হয়েছে। সারা দেশে ৫০০০ জনেরও বেশি মানুষের কাজের সুযোগ সৃষ্টি করেছে ডিলশেয়ার।