বনদপ্তরের জমি দখলমুক্ত করতে বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ চালালো অভিযান

বনদপ্তরের জমি দখলমুক্ত করতে অভিযান চালালো বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। বুধবার সকালে ফাঁড়াবাড়ি এলাকায় বনদপ্তরের 0.96হেক্টর জমি দখলমুক্ত করল বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। জানা গেছে আশিঘর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষ আবাদের আড়ালে জমি দখল করার ছক কসেছিল। বিষয়টি নিয়ে ২০০৯ সালে বনদপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হয়। মামলার জলগড়ায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। এরপর এপ্রিল মাসে আদালত বনদপ্তর এর পক্ষেই রায় দেয়। বুধবার সকালে বৈকন্ঠপুর বন বিভাগের এডিএফ ও মঞ্জুলা তির্কির ও রাজীব লামাই নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখল মুক্ত করে। জানা গেছে আপাতত সেখানে বনদপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে। ওই এলাকায় বনদপ্তরের আরো কোন জমি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।