বর্তমানে আঁকাশছোয়া টমেটোর দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম, পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতে সবজির দাম আকাশছোঁয়া। দেশ জুড়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। তাই এবার একগুচ্ছ উদ্যোগ নিল কেন্দ্র সরকার। আর কেন্দ্র সরকারের উদ্যোগে বেশ কিছু শহরের দাম কমলো টমেটোর।

ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেন, ‘হঠাৎ করেই প্রবল বৃষ্টি শুরু হওয়ার কারণেই টমেটো নষ্ট হয়ে যাচ্ছে মাঠে। আবার বেশি বৃষ্টি হওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল আর তাই দাম বৃদ্ধি পাচ্ছে কাঁচা সবজির। প্রতিবছরই এই সময়টা এরকম দাম ওঠানামা হয়ে থাকে’।

২৭শে জুন সর্বভারতীয় স্তরে টমেটোর দাম ছিল ৪৬ টাকা প্রতি কেজিতে তবে বর্তমানে ১২২ টাকা প্রতি কেজি দামে বিক্রি হচ্ছে টমেটো। তবে কেবলমাত্র যে টমেটোর দাম বেড়েছে এমনটাও কিন্তু নয়। দাম বেড়েছে বেশকিছু কাঁচা সবজির। ঘটনা প্রসঙ্গে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, টমেটোর দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে খুব শীঘ্রই এটি মূল্যবৃদ্ধির কারণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *