নিম্নচাপের টানা বৃষ্টির জেরে ভাঙছে বাঁধ। জল জমেছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জেলায়।জেলা জুড়ে দুর্যোগ। আজ,বুধবার সকাল থেকেই নদী ও সমুদ্র-উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে নদী ও সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে সমস্ত মৎস্যজীবীদের।
এছাড়াও পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। রাতে জল বাড়ার আশঙ্কা রয়েছে তবে বড় কোনও বিপর্যয় হলে দ্রুত জেলা বা রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে সমুদ্র উত্তল থাকায় গঙ্গাসাগরে কপিল মুনি মন্দির-সংলগ্ন সমুদ্র সৈকতের বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে নদীতে জল বাড়ায় ভেঙে গিয়েছে বিভিন্ন জায়গার বাঁধ। এছাড়াও ডায়মন্ড হারবার কাকদ্বীপ-সহ বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে, ডুবেছে পুকুর। নিম্নচাপের বৃষ্টির জেরে, সমস্যায় পড়েছে বহু এলাকার মানুষজন।