পূজোয় বই বিক্রি করে আয় সিপিএমের

বামপন্থী মতাদর্শমূলক পুজোর আবহে জেলার বিভিন্ন এলাকায় বই বিক্রির দোকান দেন বামফ্রন্ট নেতৃত্ব। এবার দুর্গা পুজোয় সেই সব দোকান থেকে বই বিক্রির আয় কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার বছর থেকেই সিপিআইএম তথা বামেদের জনসমর্থনের গ্রাফ ক্রমশ নিম্নগামী হয়েই চলেছে। 

তাঁদের মধ্যে গত বছর বিধানসভা নির্বাচনে তাদের ভোট  প্রায় কমবেশি পাঁচ শতাংশে এসে ঠেকেছে। এছাড়াও দলীয় সূত্রে খবর, এবার হলদিয়া, তমলুক, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকা মিলিয়ে মোট ৫৮টি স্টল করেছিলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব।

ওই সমস্ত ‘বুক স্টলে’ পুজোর পাঁচ দিনে প্রায় বই বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকার। যা গত বছরের থেকে এক লক্ষ ৬০ হাজার টাকার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। অন্যদিকে, নন্দীগ্রাম এবং খেজুরির মতো সিপিএমের কাছে স্পর্শকাতর এলাকাতেও এবার বই বিক্রিতে ভাল সারা পেয়েছে বলে দাবি করেছেন দলের জেলা নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *